ময়মনসিংহ সংবাদদাতা; জেলার  ভালুকার সংসদ সদস্য এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর মা-বোনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। উপজেলায় এ নিয়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৫।

  • উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর মা খাইরুন নেছা আফছার এবং ছোট বোন রহিমা আফরোজ শেফালী রয়েছেন। রহিমা আফরোজের স্বামী আবুল কালাম আজাদ ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এছাড়া ভালুকা পৌরসভার একজন এবং উপজেলায় শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নের ৩ জন আছেন। তাদের মধ্যে ২ জন কারখানার শ্রমিক।

  • উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মাসুদ কামাল বলেন, উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১৭৫ জন। এর মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসকসহ ১০ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিল্পাঞ্চলখ্যাত হবিরবাড়ি ইউনিয়নে সবচেয়ে বেশি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।