রাজশাহী সংবাদদাতা; পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিমন্ত্রীর গাড়িচালক হিসেবে সার্বক্ষণিক সঙ্গী হয়ে কাজ করছেন।

  • গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রী ও তার পরিবারের সবার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে বলেন, আইসোলেশনে ছিলাম। দ্বিতীয়বার সবার পরীক্ষা করা হয়েছে (আগের আক্রান্ত চারজন ছাড়া। কারণ তাদের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ১৪ দিন। তবে তারা সবাই ভালো আছেন)।

  • তিনি বলেন, আমার গাড়িচালক আলমগীর, যে ১৯৯৫ সাল থেকে আমার সাথে। তার পজেটিভ এসেছে (গতবার তার পরীক্ষা করানো হয়নি। কারণ সে অন্য স্থানে ছিলো)। সে অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে তার বাসাতেই আছে এবং তার অন্য কোন উপসর্গ নেই।

আক্রান্ত ব্যক্তির ফোনে কল না করতেও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম। তিনি লিখেছেন, আমার নির্বাচনী এলাকার অনেকের কাছে তার (ড্রাইভার আলমগীর) মোবাইল নম্বর আছে। সবাইকে অনুরোধ করবো, তাকে দয়া করে ফোন করবেন না। কোনো বার্তা দিতে চাইলে সেটা এসএমএস করে দিয়েন। সে নিজের সুবিধাজনক সময়ে যোগাযোগ করবে।

  • প্রতিমন্ত্রী তার পোস্টে শেষের দিকে ফের নিজের ও পরিবারের সবার করোনা নেগেটিভ উল্লেখ করে আক্রান্তদের জন্য দোয়া চেয়েছেন। লিখেছেন, আমারসহ অন্য সবার নেগেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আক্রান্তরা যেন দ্রত সুস্থ হয়ে উঠতে পারেন। আল্লাহ রাব্বুল আলামীন সকলের প্রতি সদয় হউন।

এর আগে গত ২৮ মে প্রতিমন্ত্রীর ঢাকার সরকারি বাসার চার কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। ওই সময় প্রথম দফায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সবার করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে। তবুও সচেতনতার জন্য আইসোলেশনে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান তিনি এবং তার পরিবার। তাতেও সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮২৮জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল৬০ হাজার ৩৯১ জনে। ৫০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮টি। আক্রান্তের হার ২০.০৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ হাজার ৮০৪ জন। সুস্থতার হার ২১.২০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ২৩ জন ও নারী সাতজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, সিলেট বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ সাতজন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ছয়জন, ৭১-৮০ দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে ১৩ জন।

আমাদের বাণী ডট কম/০৫ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।