বরিশাল সংবাদদাতা; করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ড ডা. এমদাদুল্লাহ খান (৫৮)।

আজ শুক্রবার (১৯ জুন ২০২০)  বিকাল ৫টা ৩৫ মিনিটে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।

  • শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ডা. এমদাদুল্লাহর করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় দেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ওইদিন বিকেলেই তাকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেয়া হয়। শুক্রবার বিকাল ৫টা ৩৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পরিচালক বাকির হোসেন জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে গাইনোলজিস্ট ডা. সেলিনা পারভীন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ডা. এমদাদুল্লাহ নগরীর অক্সফোর্ড মিশন রোডের মজিদ আহমেদ খানের ছেলে।

  • উল্লেখ্য, গত ৯ জুন করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মারা যান বরিশালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ও বেসরকারি প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বরিশালে অসুস্থ হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৯    জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫  হাজার ৫৩৫জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ পাঁচহাজার ৫৩৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪২ হাজার ৯৪৫ জন।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।