কুমিল্লা সংবাদদাতা; কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ চারজন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটে একজন, আইসিইউতে দুজন এবং আইসোলেশন ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ শুক্রবার (১৭ জুলাই ২০২০)  কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে এক নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা। এছাড়া কুমিল্লার শুভরামপুর এলাকার, কুমিল্লার মুরাদনগর উপজেলার ও কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একজন করে মারা যান। কুমেকের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১১ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৯ জন ও উপসর্গে ১৪২ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১৭ জুলাই ২০২০)  গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ আট হাজার ৭২৫ জন।

আমাদের বাণী ডট কম/১৭  জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।