নিজস্ব সংবাদদাতা, ঢাকা;   দেশে অপ্রতিরোধ্য গতিতে  ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব সরকারি অফিস স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।  এ অবস্থায় করোনার লক্ষণযুক্ত ব্যক্তির তথ্য ৩৩৩ নম্বরে জানাতে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ মাঠ পর্যায়ের সব জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে বলা হয়, নভেল করােনা ভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিহত করতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে অতি দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনা অত্যন্ত জরুরি।

বিস্তারিত মাউশির আদেশে; 

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।