জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের বিদেশ ফেরত ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু।

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হলেন, কাদিরকোল গ্রামের দুবাই ফেরত বোরাক হোসেনের ছেলে মোঃ শাহাজান আলী, সিংদহ গ্রামের দুবাই ফেরত মজিবর রহমানের ছেলে গোলাম মোস্তফা, সিংদহ গ্রামের ভারত ফেরত জ্যোতিষ দাসের ছেলে বানী কান্ত দাস, সিংদহ গ্রামের মালয়েশিয়া ফেরত আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুত হোসেন ও কমলাপুর গ্রামের সৌদি আরব ফেরত মতলেব খা এর ছেলে হুজুর আলী।

ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু জানান, জনস্বার্থে উল্লেখিত প্রবাস ফেরত ব্যাক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন গৃহ অন্তহীন থাকার জন্য বলা হয়েছে এমতাবস্থায় তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করা দেখলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হইল এবং গত দুই মাসের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছে তাদের বিষয়ে ইউনিয়ন পরিষদে রিপোর্টে করতে বলা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২১ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।