মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা;  জেলার কালীগঞ্জ উপজেলার থানা রোডের চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ মার্চ ২০২০) শহরের থানা রোডে ধান ব্যবসায়ী শাহিন ট্রেডার্সে ধানের ক্রয়মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ধানের ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার ও দুই কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা করেন ঝিনাইদহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় আলু ব্যবসায়ী লিটু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। সহকারী কমিশনার ভূপালী সরকার জানান, ধানের ক্রয় মূল্য তালিকা না থাকায় থানা রোডের শাহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ করা প্রসাধনী ও কুষ্টিয়ার ঐতুবৃ ক্রীমের নকল পণ্য বিক্রি করায় মালতী স্টোর ও সুজল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/সিসিপি 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।