মাছে ভাতে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে বৃস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। দিবসটি পালণ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর বর্ণাঢ্য র‌্যালী,মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি কালুখালীর চাঁদপুর বঙ্গবন্ধু চত্ত্বর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনে কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন মাছের পোনা অবমুক্তকরনে কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ।

উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন । এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান ডলি পারভীন,কালুখালী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী,এসআই মাসুদুর রহমান,মৎস্য চাষী আঃ রহিম,আঃ গফুর প্রমুখ বক্তব্য রাখেন ।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।