হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ায় নতুন করে আরও ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২ জন বহিরাগতসহ করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো  ৩৩   জনে। ৩৩ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

নতুন শনাক্তকৃত যুবক (২৮ বছর) জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের। এ নিয়ে কুমরাখালীতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

আজ বুধবার (২০ মে ২০২০) রাত ১১ টায় কুষ্টিয়া পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রদত্ত তথ্য মতে, কুষ্টিয়ার ৪৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৭ টি নেগেটিভ এবং ১ টি কোভিড পজেটিভ পাওয়া গেছে । আক্রান্ত ব্যাক্তি কুমারখালীর পান্টির যুবক (২৮বছর) ।

উপজেলা ভিত্তিক রোগী শনাক্তকৃত সংখ্যা, দৌলতপুর উপজেলায় ১২, ভেড়ামারা উপজেলায় ২, মিরপুর উপজেলায় ৬, সদর উপজেলায় ৩, কুমারখালী ৭ উপজেলায়  ও খোকসা উপজেলায়  ১ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২০ মে ২০২০) তথ্য অনুযায়ী, মোট ৪৩টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৩ হাজার ৮৫২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৩৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৬ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২০৭ জন।

আমাদের বাণী ডট/২০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।