সারি সারি তাল গাছ, রাস্তার পর রাস্তা এ যেন তাল গাছের অভয়রণ্য । কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের তালোয়া গ্রামের কথা বলছি । যে গ্রামের প্রায় প্রতিটা বাড়িতেই তালের পাখা তৈরি ও বিক্রয় করা হয় ।

পেশাহিসেবে শতভাগ নিজেদের আয়ের উৎস হিসাবে বেঁছে নিয়েছে আবাল বৃদ্ধবনিতা । কথা হচ্ছিলো ক্ষুদে তালপাখা কারিগর আব্দুল রশিদের সাথে, আমার মা,খালা তিনজনে মিলে দিনে দুইশত থেকে আড়ায়শত পাখা তৈরি করা যায়। যা দিয়ে আয় হয় ১৫শত টাকা থেকে ২ হাজার টাকা ।

তাল পাতা ও বাঁশ এবং আনুষঙ্গিক গুনো তার,রং ও সূতা বাবদ খরচ হয় প্রায় ৮শত থেকে হাজার টাকা । বছরের ৬ মাস বেশ কদরের সাথে ব্যবসা করলেও বাকি ৬ মাস তালোওয়া গ্রামে নেমে আসে অর্থনৈতিক হা হা কার। অন্য পেশায় নিয়োজিত হয় অনেকেই।

এই শিল্পকে সঠিক নিয়ন্ত্রণ ও পুনর্বাসন করলে তালোওয়া গ্রামের প্রায় শতাধিক পরিবার বছর জুড়ে সচ্ছলতা ফিরে আসতো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।