আসল সম্পদ ও ফসল রক্ষার্থে সম্মিলিত ভাবে ঈদের নির্ধারণ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে কুষ্টিয়ার খোকসা উপজেলায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী ইঁদুর নিধন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা।
উপজেলার ২৮ টি উপসহকারী কৃষি কর্মকর্তা ও ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত প্রায় অধ্য  শতাধিক কৃষক কৃষাণী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সম্পদ ও ফসলহানির জন্য ইঁদুরকে চরমভাবে দায়ী করা হয় আর এর জন্য প্রতিটা কৃষক যদি সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে বাংলাদেশের অন্তত দশমিক এক তৃতীয়াংশ খাদ্যের রক্ষা করা সম্ভব বলে তারা দাবি করেন।
কৃষকের সচেতনতা ও নির্ধারিত সময়ে ঔষধ প্রয়োগ ও বালাইনাশক সহ বিভিন্ন ফাঁদ তৈরি করে ইঁদুর নিধন করা সম্ভব বলেও কৃষি কর্মকর্তারা অভিমত ব্যক্ত করেন।
মাসব্যাপী ইঁদুর নিধন এই কর্মসূচিতে সকল কৃষক-কৃষাণী রাংস গ্রহণ করবে বলেও তারা মনে করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।