নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা;  গত ২৪ ঘন্টায় কুমিল্লার তিন উপজেলায় নতুন করে আরও আটজনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল ৯২ জনে।

আজ রবিবার (০৩ মে ২০২০)  কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামন জানান, নতুন আক্রান্তের মধ্যে দেবীদ্বার উপজেলায় ৫ জন, বরুড়ায় দুজন ও লাকসামে একজন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে চারজনের মৃত্যু এবং ২২ জন সুস্থ হয়েঝেন জানিয়ে সিভিল সার্জন বলেন, জেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও ১ হাজার ৮৯২ জনের রির্পোট পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।