নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা;  কুমিল্লায় নতুন করে দেবিদ্বারে ২৫ জনসহ জেলায় ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নগরীতে তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেবিদ্বার উপজেলার ১৮ সদস্যসহ ১০২ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৪৮ জন।

আজ শুক্রবার (১৫ মে ২০২০) কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শুক্রবার সাতজনসহ সুস্থ হয়েছেন মোট ৪৬ জন। মৃত্যুবরণ করেছেন নয়জন। এই পর্যন্ত কুমিল্লার চার হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। চার হাজার ১৭৬ জনের ফলাফল এসেছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও নয় হাজার ৫৩৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আট হাজার ৫৮২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৬০ হাজার ৫১২টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৮৮২ জন।  গতকাল সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২৪২ জন

আমাদের বাণী ডট/১৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।