২০১৯ সালে প্রাথমিকে কুষ্টিয়া জেলায় সেরা কাব শিক্ষক খোকসা উপজেলার শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর কবির।
উপজেলার হাসপাতাল গেটে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর কবির ২০০৩ সালে ২৯শে মে সহকারি শিক্ষক হিসাবে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
শিক্ষকতা কৃতিত্বের সাথে তিনি ২০০৬ সালে ১৭ এপ্রিল শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
২০১০ সালে বার্ষিক কাবকোরে উপজেলার কাব লিডার দায়িত্বভার গ্রহণ করেন। তখন থেকে আর পিছে তাকাতে হয়নি শিক্ষক জাহাঙ্গীর কবির কে। নিজের মেধা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিটা বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে নিজের সফলতায় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করেন ২০১৯ সালে।
শিক্ষক জাহাঙ্গীর কবির ঝিনাইদহ সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খোকসা সরকারি কলেজ থেকে এইচএসসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
তার স্ত্রী ও খোকসা আলহাজ্ব সদর উদ্দিন খান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
দুই সন্তানের জনক শোমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর কবির ২০১৯ কে জেলার সেরা কাব শিক্ষকে মনোনীত হয়েছেন।
রোভার স্কাউট ও কাব-এর সর্বোচ্চ উড বেজার খেতাব অর্জন করেছেন শিক্ষক জাহাঙ্গীর কবির।
তারাই সফলতার পিছনে যারা কাজ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।