হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  কুষ্টিয়ায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ জন বহিরাগতসহ ২৮  জনে।

আজ রবিবার (১৭ মে ২০২০) সন্ধায় কুষ্টিয়া জেলা সিভিল সার্জন  ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, নতুন শনাক্ত দুই জনের মধ্যে এক জন জেলার সদর উপজেলার মঙ্গলবাড়িয়ার বাসিন্দা অন্যজন জেলার দৌলতপুর উপজেলার কোলদিয়াড় গ্রামের। নতুন শনাক্তকৃত দুইজনের মধ্যবয়সী পুরুষ।

জানা গেছে, কুষ্টিয়ার মেডিকেল কলেজের  পিসিআর ল্যাবে আজ মোট ৮৪ টি স্যাম্পলের (কুষ্টিয়া ০৫, চুয়াডাঙ্গা ৫৫, মেহেরপুর ১৮, ঝিনাইদহ ০৬) মধ্যে কুষ্টিয়া জেলায় ২ জন, চুয়াডাঙ্গা জেলায় ১জন ও ঝিনাইদহ জেলায় ১ জন মোট ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে৷ আক্রান্তদের ৪ জন  কুষ্টিয়া সদর উপজেলার ১ জন, দৌলতপুর উপজেলার ১ জন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ১ জন মহিলা, ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ১ জন। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷

কুষ্টিয়ার  উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা দৌলতপুর ১১ জন, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর উপজেলায় ৩ জন, কুমারখালী ৫ ও  খোকসা  উপজেলায় ১ জন।  সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১৮ জন ।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি  নমুনা পরীক্ষা করে  এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।