কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে ও ক্রিয়েটিভ কুষ্টিয়ার সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিতর্ক কর্মশালা। কর্মশালার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. আমানুর আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার। কর্মশালাটি সঞ্চালনা করেন এনডিএফ কুষ্টিয়া জোনের কর্মকর্তা শামীম রানা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন ও ক্রিয়েটিভ কুষ্টিয়ার নিয়মিত বিতর্ক প্রশিক্ষণের মাধ্যমে স্কুল পর্যায়ে ৬ এপ্রিল শনিবার বিকেলে এ বিতর্ক কর্মশালার উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানটির সমন্বয়ে ছিলেন ক্রিয়েটিভ কুষ্টিয়ার সভাপতি শাহরিয়ার রোহান এবং সাধারণ সম্পাদক রাবিদ হাসান। সার্বিক সহযোগিতায় ছিলো ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশে (এনডিএফ বিডি) কুষ্টিয়া জোন।

শিক্ষার্থীরা এই বিতর্ক কর্মশালায় যোগদান করে। বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা বর্তমান প্রজন্মকে আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানের এই যুগে বিতর্কের কোনো বিকল্প নেই৷

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।