নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা; জেলার  কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ কর্মচারীসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নেত্রকোনার সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ইউএনও, ওসি ও স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, প্রধান সহকারী, কর্মচারীসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ রিপোর্টে পাওয়া গেছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. হাসিব আহসান জানান, করোনায় আক্রান্ত ইউএনও, ওসিসহ ৬ জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ছয় হাজার ৮৪৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ৭৭৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৩৬ হাজার ৬৩৮টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৯৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৬০ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫০-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৪৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ১৪৭ জন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।