সুজন ভট্টাচার্য, ব্যুরো প্রধান চট্টগ্রাম;   খাগড়াছড়িতে আরও তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

তিনি বলেন, বুধবার রাতে পাওয়া রিপোর্টে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে কয়েকদিন আগে পাবনা থেকে আসা একজন পুলিশ সদস্য রয়েছেন। ওই পুলিশ সদস্য বর্তমানে পুলিশ লাইন্সে কোয়ারেন্টিনে আছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও মহালছড়িতে আক্রান্ত দুইজনের মধ্যে একজন ঢাকা ফেরত। আরেকজন মহালছড়ির স্থানীয় বাসিন্দা।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দত্ত জানান, ঢাকা ফেরত ব্যক্তি ২১ দিন আগে মহালছড়িতে আসেন। তিনি কোয়ারেন্টিন শেষ করে বাড়ি ফিরে যান। পরে তার নমুনা সংগ্রহ করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এছাড়াও মহালছড়িতে স্থানীয়ভাবে একজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।

আমাদের বাণী ডট/১৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।