কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ কুষ্টিয়া জেলা বিএনপি’র আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয়ে আজ সন্ধ্যায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি বসিরুল আমল চাঁদ এর সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অধ্যক্ষ সোহরাব উদ্দিন  বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি দাবি করেন। তিনি বলেন, ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে আমাদের প্রিয় নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের ‘মা’ বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে এই সরকার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। আদালতের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে বারবার জামিন চেয়েও জামিন মিলছে না আমাদের প্রিয় নেত্রীর। শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. ওয়াদুদ মিয়া, যুব বিষয়ক সম্পাদক মেজবাউল রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মোকা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস আর শিপন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল প্রথম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।