খুলনা সংবাদদাতা; জেলায় আজ শুক্রবার করোনাভাইরাসে এক অন্তঃসত্ত্বা নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা নারী রুমিছা ও নগরীর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাড়িতে শেখ সোহরাব হোসেন (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়।

  • খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদরের রুমিছা বেগমকে (৩২) বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়।রুমিছার গর্ভে যমজ সন্তান ছিল বলে জানা যায়।

অপরদিকে, সোহরাব হোসেনের খালাতো ভাই মনিরুল আলম জানান, সোহরাব হোসেনকে গত ২৪ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকজন রোগী ওই দিন মারা যান এবং ভালো চিকিৎসা না হওয়ায় ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসি। শুক্রবার সকাল ১১টার দিকে বাসায় মারা যান। সোহরাব হোসেন মানিকগঞ্জের আরিচা এলাকায় চাকরি করতেন। সেখানে তার করোনার উপসর্গ ধরা পড়ে। পরে খুলনায় এনে পরীক্ষা করা হলে ২৩ জুন করোনা পজেটিভ শনাক্ত হয়।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৬ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৬৬১  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ ।ত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৩৮ জন, এনিয়ে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।