কুড়িগ্রাম সংবাদদাতা; টানা বৃষ্টি উজানের ঢলে গত কয়েকদিনে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে ব্রহ্মপুত্রের পানি। তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। পানিবন্দি হয়ে পড়ছে শতশত মানুষ। পানি বৃদ্ধির সাথে সাথে তলিয়ে গেছে নদীর তীরবর্তী এলাকার ব্যবসা প্রতিষ্ঠান।

ব্যবসা প্রতিষ্ঠান তালিয়ে যাওয়ায় করোনার শুরু থেকে প্রায় ৩মাস দোকান বন্ধ থাকার পর খোলার অনুমতি পেলেও এবার বন্যার হানায় আবারো বিপাকে পড়েছে রমনা ঘাট, জোড়গাছঘাটসহ নদীর তীরবর্তী এলাকার ব্যবসায়ীরা। নদীর তীরে ব্যবসা আর দোকানদারী করেই চলে তাদের ঘর সংসার। দিনে আয় দিনেই খাওয়া এর উপর ছিল করোনার থাবা সেই থাবা থেকে মুক্তি পাওয়ার আগেই পানির হানায় দিশাহারা তারা।

রমনা ঘাটের ব্যবসায়ী নুরুল, লালমিয়া, জয়নালসহ অনেকে জানান, দীর্ঘদিন করোনার কারনে সরকারের সিদ্ধান্ত মতাবেক দোকান পাট বন্ধ রাখার পর কয়েকদিন আগে খোলার অনুমতি পাই। কিন্তু সেই সমস্যার সমাধান না হতেই বন্যার পানি ঢুকে পরায় এবার বড় সমস্যায় পড়ছি। কি হবে কি ভাবে চলবো খাবো কি ভাবতেই পাচ্ছি না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কিছু উপর দিয়ে চলছে।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।