হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ জেলার খোকসায় গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই জন কে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (০৮ মার্চ ২০২০)  বালু উত্তোলনের অপরাধে তাদের কারাদণ্ড দেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ওসমানপুর ইউনিয়নের হেলিপ্যাডের গড়াই নদীর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন নের ১৫ ধারায় এ দণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলার ওসমানপুর ইউনিয়ন এর মৃত সওকত আলির ছেলে মোহাম্মদ শামসুল ইসলাম(৩৫) কে ১৫ দিনের ও রতনপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে মোঃ আব্দুল হামিদ শেখ(২২) কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।

আমাদের বাণী ডট কম/০৮ মার্চ ২০২০/পিএ 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।