হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা: সূর্যোদয়ের সাথে সাথে থানা পুলিশের ৩১ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা সংসদে শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বাদ জোহর মসজিদে মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা ও হাসপাতাল হাজতি ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় জেলার খোকসা উপজেলায় ৫০ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাসুম মোরশেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মরণব্যাধি করোনাভাইরাসে জনসমাগম ছাড়াই ভিন্ন ভাবে পালিত হলো মহান স্বাধীনতা ও বিজয় দিবস।  দেশের ক্রান্তিলগ্নে সকল ধর্মের মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে আরাধনা করছে।

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/কেএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।