কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসার শিমুলিয়ায় জমিতে ঘাস মারা কীটনাশক ছিটানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার (০৯ জুন ২০২০)  সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া তাঁতী পাড়ায় এ হামলার ঘটনা ঘটে। আহত দু’গ্রুপের পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আব্দুল রাজ্জাক নিজ জমিতে ঘাস মারার কীটনাশক স্প্রে করে। প্রতিপক্ষ শহিদুল তাকে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এ হামলায় লতিফ (৩২) লতিফের ছেলে তুহিন (১৯), আব্দুল রাজ্জাক (৫০) পুত্র শান্ত আলী (১৭) এবং তার স্ত্রী নাছিমা বেগম (৪০) গুরুতর আহত হয়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জহুরুল আলম জানান জানান, শিমুলিয়ার ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।