হুমায়ুন কবির,  কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলা পুলিশ সুপার এর জেলার তিন প্রবেশদ্বার লকডাউন এর দুইদিন পরে খোকসা উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের খোকসা লকডাউন করা হল আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) বেলা ১ টার দিকে।

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে খোকসাবাসীকে সুরক্ষা ও সুস্থ্য রাখতে প্রশাসনের দোয়া ঘরে থাকা বা হোম কোয়ারেন্টাইন এর পর পার্শ্ববর্তী উপজেলা থেকে কোন ভাইরাস বহনকারী ব্যক্তি বা পরিবহন বা গাড়ি খোকসায় প্রবেশ করতে না পারে সেজন্যই খোকসা কে লকডাউন ঘোষণা করল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা, খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক ও খোকসা থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের উপস্থিতিতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সীমান্তবর্তী এলাকা শিয়ালডাঙ্গী নামক স্থানে বাসের বেরিগেটে দাঁড়িয়ে এলাউড ঘোষণা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে এ সময় বলা হয় জরুরী কাজে ব্যবহৃত যেমন অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ সরবরাহ গাড়ি, ডাক্তারের গাড়ি, কাঁচামালের গাড়ি, ফায়ার সার্ভিস, সংবাদপত্র গাড়ি ও মাল বাহি গাড়ি ছাড়া কোন গাড়ি এ সড়কে প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১২   জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ৩৩০ জনে। নতুন করে আরও  ১  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২১  জনে। আজ বৃহস্পতিবার  (০ ৯ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।

আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।