ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে ছয় বছরের শিশুসহ দুইজন ভোলার চরফ্যাশনে একজন ও ঘাটে ফিরতে গিয়ে মেঘনায় দুই ট্রলারের সংঘর্ষে রাসেল হাওলাদার নামে একজন এবং সাতক্ষীরায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২০ মে) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় মানুষকে সচেতন করতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোজঁ শাহ আলম নামে এক স্বেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। ।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, সন্ধ্যায় গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে ছয় বছরের শিশু রাসেদ মারা গেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় মানুষকে সচেতন করতে গিয়ে সকালে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোজঁ স্বেচ্ছাসেবী শাহআলমের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করেছে ডুবুরি দল।

ভোলার চরফ্যাশন উপজেলায় উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়ায় রেইনট্রি গাছ ভেঙ্গে সিদ্দিক ফকিরের মাথায় পড়লে তিনি জখম হয়। তাৎক্ষণিক তাকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইয়ানুর বেগমের (৩০) মাথায় সুপারি গাছ ভেঙ্গে পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় জখম হওয়ায় প্রায় ২৫/২৬টি সেলাই দেয়া লেগেছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, বৃদ্ধ ছিদ্দিক ফকির বুধবার দুপুরে তার বাড়ি থেকে একটি ভাড়া চালিত মোটরসাইকেল করে বয়স্ক ভাতার টাকা তুলতে শশীভূষণ রওনা হয়।
শশীভূণের কাছাকাছি গেলে প্রচণ্ড বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে ওই বৃদ্ধের গায়ে পড়েরে। এতে ওই বৃদ্ধসহ মোটরসাইকেল চালক আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা ছিদ্দিক ফকিরকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত মোটরসাইকেল আরোহী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় আম কুড়াতে গিয়ে ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই মধ্য বয়সী নারী শহরের কামালনগর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসাদুজ্জামান জানান, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি। এখনও রাত সাড়ে ৯টার দিকেও প্রচণ্ড গতিবেগে ঝড় চলছে বিস্তারিত এখনও জানা যায়নি

আমাদের বাণী ডট/২০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।