চাঁদপুর সংবাদদাতা; জেলায়  নতুন করে ৫২ জনসহ ৪৬৪ জনের করোনা পজেটিভ হয়েছে। মোট মৃত্যু ৩৮ জন। তবে অধিকাংশই উপসর্গ নিয়ে মৃত্যুর পর পজিটিভ রিপোর্ট এসেছে। রবিবার পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১০৫ জন।

আজ  সোমবার (১৫ জুন ২০২০) দুপুরে সিভিল সার্জন কার্যালয় জানায়, ঢাকা থেকে ৯১ জনের রিপোর্ট এসেছে। তন্মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এবং ৩৯ জনের রিপোর্ট নেগেটিভ।

পজেটিভ রিপোর্টের মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এমন ৪ জন। এর মধ্যে হাজীগঞ্জে ৩জন ও মতলব উত্তরে ১জন। মতলব উত্তরে মৃত. জামান (১২)। হাজীগঞ্জের মৃতরা- আব্দুল মমিন (৫৮), আব্দুল লতিফ (৭৫) ও আবুল বাসার (৬৫)।
সিভিল সার্জন কার্যালয় তথ্যে জানা গেছে, আক্রান্ত ৫২ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে ৫ জন, হাজীগঞ্জে ৯ জন, শাহরাস্তিতে ১৫ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ৮ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।