মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; জেলার  জগন্নাথপুরের নারিকেলতলা গ্রামে সাংবাদিক জুয়েল এর বসত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নারিকেলতলা গ্রাম নিবাসী জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ জুয়েল আহমদ এর বসত ঘরে আজ শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসি ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্ঠা চালান।খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপি প্রাণপন চেষ্ঠা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে সাংবাদিক মোঃ জুয়েল আহমদ এর বসতঘরের ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে গ্রামের অনেকেই তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন , সম্ভবত পূর্ব বিরোধের জের ধরে বসত ঘরে দুর্বৃত্তরা সাংবাদিক এর ঘরে আগুন দিয়েছে। নতুবা এ স্থানে আগুন লাগার কথা নয়। তারা আরো বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আগুন নেভানোর চেষ্টা করছিলাম। পরে ফায়ার সার্ভিসেস সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসে। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নব কুমার সিংহ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম আগুন নেভানোর কাজ করেন।

সংবাদিক জুয়েল আহমদ জানান, প্রতিবেশীদের আর্তচিৎকার শুনে ঘুম থেকে ওঠে দেখি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। জগন্নাথপুরের ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসির সহযোগিতায় আগুনে নেভানো হলেও ততক্ষণে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আমি ধারনা করছি পূর্ব পরিকল্পিত ভাবে কেউ আগুন লাগিয়েছে।

জগন্নাথপুরের ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার নব কুমার সিংহ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুততার সহিত পৌঁছে আগুন নিয়ন্ত্রন করেছি । ততক্ষণে বসত ঘর সহ অনেক মালামাল আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।