ঠাকুরগাঁও জেলায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আক্চা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন।

ঈদ উল ফিতর উপলক্ষে আক্চা ইউনিয়নের হতদরিদ্র ১ হাজার ৫শ ৫৮ জনের মাঝে ১৫ কেজি করে ২৩ হাজার ৩শ ৭০ কেজি চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জসিম উদ্দীন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আক্চা ইউনিয়ন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ বর্মন, আক্চা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কুলুরাম বর্মন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করার জন্য প্রথমে হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়; এরপর দরিদ্র মানুষদের মাঝে কার্ড দেওয়া হয়। কার্ডধারী প্রত্যেককে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।