সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবির সাথে একমত পোষণ সোমবার ডাকসুর পক্ষ থেকে নোটিশ দেয়া হয়। নোটিশে বলা হয়,’ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি – দাওয়ার প্রতি শ্রদ্ধাশীল । নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ডাকসু পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে।

কিন্তু উপাচার্য মহােদয় দেশের বাইরে থাকায় এই মুহূর্তে ৭ কলেজ নিয়ে কোন কার্যকর ও ফলপ্রসু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।উপাচার্য মহােদয় আগামীকাল দেশে ফিরে আসলে উদ্ভুত সমস্যার সমাধানে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলােচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সােচ্চার রয়েছে।

উল্লেখ্য, গতকাল ২১ জুলাই বিকেলে উপাচার্য লাউঞ্জে প্রাে-ভিসির ( প্রশাসন ) নেতৃত্বে কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও ডাকসু নেতৃবৃন্দের সাথে আলােচনা হয়।

তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল শিক্ষার্থীকে ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানাচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।