বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের দাবিতে রাজধানীর পলাশী মোড়ে অবস্থান নিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)।

আজ রোববার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট অফিস ঘেরাও’ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী পলাশী মোড়ে তাদের আটকে দেয়। এতে পলাশী মোড়েই অবস্থান নিয়ে নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে বক্তব্য দিচ্ছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হল- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন বাতিল করা, ‘অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন করা ও ঈদুল আযহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া দেওয়া।

অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা উপস্থিত রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।