বান্দরবানের থানচিতে নানা আয়োজন আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা। গত ১২ অক্টোবর থেকে প্রদীপ প্রজ্জলন,ফানুস বাতি উত্তোলন আর বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় রীতিনীতিতে থানচিতে শুরু হয় বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা। মারমা সম্প্রদায়ের কাছে এই উৎসব ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে পরিচিত।

প্রবারণা পূর্ণিমা পালন উপলক্ষে থানচিতে বৌদ্ধ ধর্মালম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করে। প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন বিহারে ওড়ানো হয় রংবে রং এর ফানুস। ফানুসের আলোকসজ্জায় পুরো থানচির আকাশ হয়ে ওঠে বর্ণিল সাজে।

মঙ্গলবার থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার থেকে এক বিশাল রথযাত্রা শুরু হয়ে থানচি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাঙ্গু নদীতে নিয়ে যাওয়া হয়। এসময় শতাধিক তরুণ তরুণী রথ টেনে এবং মোমবাতি ও ধুপ জ্বালিয়ে প্রণাম করে। পরে সন্ধা সাড়ে ৬টার দিকে সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়া হয় এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই উৎসব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।