নিজস্ব সংবাদদাতা, ঢাকা; দীর্ঘ প্রচেষ্টার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রতিটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আরও একটি সহকারী সুপারের পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এতে একজন সুপারিনটেনডেন্টের সঙ্গে দু’জন সহকারী সুপার দায়িত্ব পালন করবেন।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে এই পদ অনুমোদন আসে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন পদ সৃষ্টির অনুমোদনের ফলে পিটিআইতে কর্মরত ইন্সট্রাকটরদের পদোন্নতির পথ সুগম হলো।

এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুপারিনটেনডেন্ট বলেন, প্রায় ১০ বছর আগে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদ সৃষ্টি করা হলেও সহকারী সুপারের পদ সৃষ্টি আটকে যায়।

তিনি বলেন, নতুন এই সিদ্ধান্তে ইন্সট্রাকটরদের পদোন্নতির পথ সুগম হলো। এতে কাজের আরও সুবিধা হবে। বর্তমানে সারাদেশে ৫৬টি পিটিআই রয়েছে।

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।