নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক ।

আজ শনিবার (১৪  মার্চ ২০২০) সকালে ঢাকা শিশু হাসপাতালে হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন; দেশের সব স্কুল-কলেজ বন্ধের বিষয়ে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তাভাবনা চলছে । সঠিক সময়েই ব্যবস্থা নেয়া হবে। করোনাভাইরাস প্রতিরোধে শপিং মল ও শিল্প প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আগামীকাল রবিবার (১৫ মার্চ ২০২০) বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন; ‘ঝুঁকি না নিয়ে স্কুল-কলেজ বন্ধ করা উচিত’

ইতালি থেকে ফেরাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। হোম কোয়ারেইন্টাইন উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়া বলেও জানান তিনি। এসময় মন্ত্রী আরও জানান, ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৩ কোটি শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে।

আমাদের বাণী ডট কম/১৪  মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।