নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  যাদের সর্দি ও কাশি রয়েছে, তাদের মসজিদে না যাওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ শুক্রবার (১৩ মার্চ ২০২০) সকালে রাজধানীতে কার্ডিওলোজি বিভাগের ডাক্তারদের এক সেমিনার শেষে গণমাধ্যমকে একথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব আসাদুল ইসলাম।

স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম বলেন, কারও সর্দি ও কাশি থাকলে মসজিদে যাবেন না। এসময় খুতবায় করোনা ভাইরাস নিয়ে মুসল্লিদের সচেতন করতে ইমামদের নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য,  আড়াই মাসে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ ভ্রমণ কড়াকড়ি আরোপ করতে থাকায় দারুণভাবে বিঘ্নিত হচ্ছে বিশ্ব যোগাযোগ।

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/ইবি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।