দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব না থাকলেও দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার বিকেল ৩টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মো. মোফাজ্জেল হোসেন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের তেমন কোনো প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই। তবে আকাশে মেঘ রয়েছে। এছাড়া হালকা বাতাস রয়েছে নদী এলাকায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিকেল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক। লঞ্চের যাত্রীদের ফেরিতে পারাপার করতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত কোনো সিগনাল পাইনি। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া ও পরিস্থিতির পরিবর্তন হলে রাতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত হতেও পারে এ রুটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।