বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে নবসৃষ্ট ২৭টি পদে নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা গেছে, মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট ও দাখিল ভোকেশনাল মাদরাসায় বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০২০ সাল থেকে নিয়োগ দেয়া যাবে। আর এসব প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক পদে ২০১৯ সাল থেকে নিয়োগ দেয়া যাবে। আর এসব প্রতিষ্ঠানে ২০১৯ সালে পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক, ২০২০ সালে রসায়ন বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে, ২০২১ সালে কৃষি ও ধর্ম বিষয়ের এবং ২০২২ সালে শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ দেয়া যাবে।

এছাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট ও দাখিল ভোকেশনাল মাদরাসায় ২০২৩ সালে সহকারী গ্রন্থাগরিক ও ল্যাব অ্যাসিসটেন্ট বা শপ অ্যাসিসটেন্ট বা কম্পিউটার র‌্যাব অ্যাসিসটেন্ট পদে নিয়োগ দেয়া যাবে।

এছাড়া ২০২২ সালে এসব প্রতিষ্ঠানের নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে।

এদিকে জারি করা আদেশ অনুসারে, উচ্চ মাধ্যমিক বিএম কলেজগুলোতে ২০১৯ সালে গণিত বিষয়ের প্রভাষক, ২০২০ সালে শরীরচর্চা বিষয়ের সহকারী প্রশিক্ষক, ২০২১ সালে সহকারী গ্রন্থাগারিক এবং ২০২২ সালে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেয়া যাবে।

এছাড়া বিএম কলেজগুলোতে ২০২২ সালে এসব প্রতিষ্ঠানের নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে।

এদিকে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতে ২০১৯ সালে শরীরচর্চা প্রশিক্ষক, ২০২০ সালে আফিস সহকারী কাম হিসাব সহকারী, ২০২১ সালে নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী, ২০২২ সালে সহশিক্ষা বা বালিকদের প্রতিষ্ঠানের জন্য আয়া পদে নিয়োগ দেয়া যাবে। আর ২০২৩ সালে বিএম কলেজগুলোতে র‌্যাব অ্যাসিসটেন্ট, শপ অ্যাসিটেন্ট বা কম্পিউটার ল্যাব অ্যসিসটেন্ট পদে নিয়োগ দেয়া যাবে।

এসব পদে নিয়োগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে নিয়োগ দিতে হবে। অর্থাৎ এন্ট্রি লেবের শিক্ষক পদেগুলো এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আর কর্মচারী পদগুলোতে বিদ্যমান বিধান অনুসরণ করে কমিটির মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।