নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ; জেলায় ঘূর্ণিঝড় আম্ফানে কোন ক্ষয়ক্ষতি না হলেও থেমে নেই করোনার ভয়াল থাবা। ২৪ ঘন্টায় আরও দুজনের মুত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।

এদিকে একদিনে নতুন শনাক্ত হয়েছেন ৫৪জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭৮ জনে। একই সাথে এ জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫২২ জন।

আজ বৃহস্পতিবার (২১ মে ২০২০)  সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১ মে ২০২০) তথ্য অনুযায়ী, ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ২২ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৮ জনে।

আমাদের বাণী ডট/২১  মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।