প্রকৃতির বিষ্ময়কর মহাজাগতিক ঘটনা বছরের সর্বশেষ সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করলো দেশের মানুষ। বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার  সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শহরের এক দল অনুসন্ধিৎসু মানুষ এই পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সরদার, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য নাছিমা আক্তারসহ আরো অনেকে।

নেতৃবৃন্দ বলেন, সমাজে সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে কুসংস্কার ও অন্ধবিশ^াস রয়েছে, তা ভাঙ্গার লক্ষেই এই ক্যাম্প পরিচালিত হয়। আরো বলেন এই ধরণের বিজ্ঞান মনস্ক কাজে মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।