নিজস্ব সংবাদদাতা, নীলফামারী; জেলায়  নতুন করে আরো দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা হলেন, নীলফামারী পৌরসভার ১নং ওয়ার্ডের বাড়াইপাড়ায় বসবাসকারী সদর থানার এক পুলিশ সদস্যের স্ত্রী (৩২) ও ডিমলা উপজেলার নাউতারা গ্রামের ২৭ বছরের এক যুবক।

দিনাজপুর মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ রিপোর্ট আসে।

নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন সোমবার রাতে নতুন দুজনের বিষয়টি নিশ্চিত করে বলেন এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫৪ জন। এর মধ্যে ৬২ বছরের এক বৃদ্ধ ও পঞ্চাশোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ২০৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। নতুন নমুনা পরীক্ষায় আরও এক হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১১ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৯০২ জন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।