নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ;  তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। গত কয়েক দিনে পানি বাড়ার ফলে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে।

এদিকে, ফেরি পারাপারে অতিরিক্ত সময় লাগায় এবং বহরে ফেরি সংকট থাকায় ঘাটে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ছে। তবে যাত্রীবাহী বাস অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

আজ  শনিবার বিআইডব্লিউটিসি পাটুরিয়া শাখার সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন রাসেল জানান, ৬টি রোরো (বড়) ও ৬টি (ইউটিলিটি) মাঝারি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়াও বহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও চন্দ্রমল্লিকা নামের দুটি ফেরি স্থানীয় কারাখানা মধুমতিতে মেরামতে রয়েছে।

তিনি আরও বলেন, ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়া থেকে একটি ফেরি দৌলতদিয়া যেতে কমপক্ষে ১ ঘন্টা সময় লাগছে। স্রোতের বিপরীতে ফেরি চলতে সময় লাগায় ট্রিপ সংখ্যা কমে গেছে। যে কারণে পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা আছে। বর্তমানে ৬ শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। তবে, যাত্রীবাহী বাস পারাপারে কোন সমস্যা হচ্ছে না।

আমাদের বাণী ডট কম/১৮  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।