জামালপুর জেলা সংবাদদাতা; জেলায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দি প্রায় পাঁচ লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেয়া দিয়েছে খাবার, বিশুদ্ধ পানিসহ গোখাদ্যের তীব্র সঙ্কট।

ঘরে বন্যার পানি উঠায় উচু স্থানে বসবাস করছে বন্যার্ত এলাকার মানুষ। যে পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২০)   দুপুর ৩টায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এদিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু-এর লাশ একদিন পর আজ বৃহস্পতিবার দুপুর আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৬  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।