আলাউদ্দিন হোসেন, পাবনা জেলা সংবাদদাতা; করোনা উপসর্গ নিয়ে পাবনা জেনারলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার সরকার (৫০) নামে এক ব্যাংক র্কমর্কতা মারা গেছেন।

পাবনা জেনারেল হাসপাতালরে চিকিৎসক ডা: সালহে মুহাম্মাদ আলী জানান, রোববার সকালে করোনা উপর্সগ নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার পাবনা শহররে শালগাড়য়িা এলাকার বাসিন্দা উৎপল সরকার পাবনা জেনারেল হাসপাতালে র্ভতি হন। ওই দিন রাতেই মারা যান তিনি। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ সাকিরুল ইসলাম রনিসহ (৪০) ১১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনা জেলায় মোট করোনা আক্রান্ত হলো ২০১ জন। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় পাবনা জেলার ৯০টি নমুনা রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৯ টি নেগেটিভ এবং ১১ জনের পজিটিভ সনাক্ত হয়। নতুন সনাক্তের মধ্যে ১০ জন পাবনা সদরের এবং ১ জন চটমোহর উপজেলার।

সুত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাবনায় দু‘জনের মৃত্যু এবং ৮ জন সুস্থ হয়েছেন। পাবনার করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে বলে মনে করেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠতে পারে যদি এখনো কেউ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে চলে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।