নিজস্ব সংবাদদাতা, ঢাকা;   বিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি ৩৯ লাখ টাকা প্রদান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর সংস্থাসমূহ।

আজ রবিবার (১০ মে ২০২০)  প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে এই চেক তুলে দেন করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো: আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: ফসিউল্লাহ্ও উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর সংস্থাসমূহের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ বৈশাখী ভাতার ২০% হিসেবে এসব টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়।

এদিকে একই সময়ে  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা প্রদান করেছে শিক্ষা মন্ত্রনালয়। আজ রবিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।