এসএসসি’র প্রশ্ন তৈরিতে ভুল করায় যশোর শিক্ষাবোর্ডের ২০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি ও যাচাই-বাছাইয়ে ভুল করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র বলছে, সে সময় ইসলাম ও নৈতিক শিক্ষা, গণিত এবং উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের ভুল করেন যশোর শিক্ষা বোর্ডের ২০ শিক্ষক। ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ওইসব শিক্ষকের ভুল ধরা পড়ে। প্রশ্নে ভুলের বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ড থেকে যশোর বোর্ডকে জানানো হয়। এ কারণে খুলনা বিভাগের ৯ জেলার ২০ শিক্ষককে আগামী ৪ বছরের জন্য পাবলিক পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

যে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে তারা হলেন- খুলনা জিলা স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউস, সঞ্জয় কুমার বিশ্বাস, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইজুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজউদ্দীন, নড়াইল সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক আবু তৈয়াব, ঝিনাইদহের রায়গ্রাম বানীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নবী, যশোর পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, কুষ্টিয়ার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অব্দুর রশীদ, খুলনা এসওএস হারমান জেমিনার স্কুলের সহকারী শিক্ষক দীপক কুমার বিশ্বাস, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, যশোর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, দীলিপ কুমার বিশ্বাস, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহব্বত হোসেন, বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ, নড়াইলের পার্ব্বতী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক অলোক রজ্ঞন পাল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার সহকারী শিক্ষক আলী আকবর, চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম, যশোর মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।