চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীরা। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান তারা।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির ব্যানারে এ আলোচনা সভার আয়োজন করা হয়। একইসাথে দাবি আদায়ে আগামী ২৯ ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সমিতির নেতারা।

সমিতির আহ্বায়ক মো. শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রখেন সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. গোলাম হোসেন, দপ্তরি নেতা নাজিমুল ইসলাম, সুমন বিশ্বাস, কামরুল ইসলাম, হারেছ খান, সোহেল, গোলাম রাব্বানীসহ অনেকে।

সভায় বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরে দাবি জানান। একই সাথে সার্বক্ষণিক ডিউটি থেকে দপ্তরিদের মুক্তি দিয়ে সুনির্দিষ্ট কর্মঘন্টা নিধারণের দাবি জানিয়েছেন তারা। এ সময় সমিতির নেতারা জানান, দাবি আদায়ে আগামী ২৯ ডিসেম্বর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

একই সাথে সভায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সহায়ক সোসাইটির কমিটি ঘোষণা করা হয়। এ সময় সমিতির সভাপতি হিসেবে সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. গোলাম হোসেনের নাম ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।