ডেস্ক রিপোর্ট, ঢাকা;  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ক্লাস তদারকি ও পরীক্ষা নিতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের জন্য নির্দেশনা জারি করার পর বিষয়টি পরিষ্কার করা হলো। সোমবার (৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

  • সম্প্রতি কয়েকটি উপজেলা শিক্ষা কর্মকর্তার অফিস থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষকরা প্রতি সপ্তাহে লেখাপড়ার খোঁজ নেবেন। পাশাপাশি সংসদ টেলিভিশনে পাঠদানের আলোকে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মাসে একবার প্রশ্নপত্র দিয়ে আসবেন। ছাত্রছাত্রীরা নিজের খাতায় উত্তর লিখে রাখবেন। পরে শিক্ষকরা তা সংগ্রহ করে মূল্যায়ন করবেন।

এরপরই গতকাল সোমবার (০৮ জুন ২০২০) বিষয়টি পরিষ্কার করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা জারি করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা গ্রহণের কোন নির্দেশনা দেয়া হয়নি। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও সংক্রমণ প্রতিরোধে সব নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন করাতে বলা হয়েছে নির্দেশনায়।

  • নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ঘরে বসে শিখি পাঠে অংশগ্রহণ ও বাড়ির কাজ সম্পন্ন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে সেজন্য স্বাস্থ্য বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

 নতুন নির্দেশনা

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।