নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সংক্রমিত হয়েছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীও।  আর এই প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই মারা যাচ্ছে দেশে। মরণঘাতী ভাইরাস করোনা প্রতিরোধে যে কোন সময় প্রাথমিক শিক্ষকদের পাশে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

দেশের এই ক্রান্তি লগ্নে শিক্ষকদের যেন সব সময়ই পাওয়া যায় এ জন্য শিক্ষকদের নিজ নিজ মোবাইল নাম্বার সচল রাখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল বুধবার (২৫ মার্চ ২০২০) এ সংক্রান্ত আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষক,কর্মকর্তা কর্মচারীদের জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য নিজ নিজ ফোন সচল রাখা এবং ওয়েবসাইট ইমেইল ইন্টারনেটের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক সংযোগ বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

আমাদের বাণী

আমাদের বাণী ডট কম/২৬ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।