নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট;  করোনার প্রভাবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাগেরহাটের শরণখোলায় ‘স্কুলফিডিং’ প্রকল্পের পুষ্টি সমৃদ্ধ বিস্কুট প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ শনিবার (০৯ মে ২০২০)  সকাল থেকে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এ কার্যক্রম শুরু করেছে।

এর আগে স্কুলে স্কুলে বিস্কুট দেওয়া হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকায় তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার দুপুরে শরণখোলা উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে অনুষ্ঠানিকভাবে এ বিস্কুট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আ. রহমান, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আরআরএফ কর্মকর্তা রমেশ মন্ডল ।
আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।