হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হিসেবে স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি স্বরুপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টির কৃতী সন্তান মো: শাহবুব আলম (সনি)। শাহবুব আলম (সনি) এর পিতা মো: সাজ্জাৎ হোসেন, যিনি কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং মাতা মোছা: আফরোজা বানু।

শাহবুব আলম সনির শিক্ষাজীবন শুরু হয় সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল, পান্টি থেকে; যেখান থেকে তিনি কৃতিত্বের সাথে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে প্রি-ক্যাডেট বৃত্তি লাভ করেন। অত:পর কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৯ সালে এসএসসি তে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন এবং যশোর বোর্ড বৃত্তি লাভ করেন। এরপর পান্টি ডিগ্রী কলেজ থেকে ২০১১ সালে এইচএসসি তে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হন এবং যশোর বোর্ড বৃত্তি লাভ করেন। তারপর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হয়ে অনার্সে ২০১৮ সালে সিজিপি তিন দশমিক নয় পেয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথম স্থান অধিকার করেন; যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ লাভ করেন।

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেয়ে শাহবুব আলম সনির অনুভূতি প্রকাশ করে বলেন, “স্নাতক পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতি স্বরুপ  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ লাভ করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চির কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মা-বাবা এবং শিক্ষা জীবনের সকল শিক্ষকের প্রতি, বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সম্মানিত শিক্ষকদের প্রতি যাদের সার্বিক দিক নির্দেশনায় ও আন্তরিক প্রচেষ্টায় আমার আজ এ সাফল্য। সকল বন্ধু-বান্ধবীদের প্রতি আমার অসীম ভালবাসা যাদের উৎসাহ-উদ্দীপনায় উজ্জীবিত হয়ে আমার এ পথ চলা। প্রবল আকাঙ্ক্ষা ও ধৈর্য আমার এই সফল্যের কেন্দ্রবিন্দু। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দেশের উন্নয়নে অবদান রাখতে পারি।”

উল্লেখ্য, এবছর দেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেয়েছে, তার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী। ইউজিসি কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের স্নাতক শ্রেণির সর্বোচ্চ ফলাফলধারীদের প্রদান করা হয়। যেসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি প্রদান করা হয়না সেগুলোতে স্নাতোকোত্তর ডিগ্রির ফলাফলের ভিত্তিতে প্রদান করা হয়।

আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/এবি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।